
রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এই শোক প্রকাশ করেন তিনি।
পোস্টে জামায়াতে আমির লিখেছেন, উত্তরার ১১ নম্বর সেক্টরের সাততলা একটি ভবনে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ছয়জন নিহত এবং আরও অনেকে দগ্ধ হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা
তিনি আরও বলেন, যারা প্রয়াত হয়েছেন, মহান আল্লাহ তাদের ক্ষমা করুন, তাদের প্রতি রহম করুন এবং তাদেরকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। নিহতদের স্বজনদের ধৈর্য ধারণের তাওফিক দিন।
এ ছাড়া আহতদের জন্য মহান আল্লাহর কাছে দোয় ও সুস্থতা কামনা করেন ডা. শফিকুর রহমান।
শেয়ার করুন


