স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সম্প্রতি উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চী গাঁও গ্রামস্হ বিদ্যালয়ে অনুষ্টিত নির্বাচন পর্যবেক্ষণ করেন ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ। নির্বাচনে সদস্যদের প্রদানকৃত সর্বোচ্চ ভোটে ম্যানেজিং কমিটি গঠন করা হয় এবং মঙ্গলবার (১২ ডিসেম্বর) ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯’ এর ৪৯- ধারা অনুযায়ী নিম্মলিখিত সদস্য সমন্বয়ে গঠিত উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদন প্রদান করে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট।
অনুমোদনকৃত নব নির্বাচিত ম্যানেজিং কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মো. জসিম উদ্দিন খান, দাঁতা সদস্য মো. জহুরুল হোসেন জহির, শিক্ষক প্রতিনিধি মো. ওলিউর রহমান, মোহাম্মদ রাকিবুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মনূষা রাণী দাস, অভিভাবক সদস্য সৈয়দ আনোয়ার হোসেন, নিরেন্দ্র দাস, মো. মানিক মিয়া, শামীম আহমদ, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ তাহমিনা বেগম, সদস্য সচিব (প্রদাধিকার বলে) প্রধান শিক্ষক প্রভাংশু শেখর তালুকদার।
শেয়ার করুন