স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারী) সকালে সাড়ে ১১ টায় স্হানীয় ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামস্হ ওই বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণী থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন খাঁন এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম এর পরিচালনায় বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাঁতা সদস্য মো. জহুরুল হোসেন জহির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রভাংসু শেখর তালকুদার, সহকারি প্রধান শিক্ষক মাওলানা মো. কামরুল হুদা, ম্যানেজিং কমিটির সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোছাঃ তাহমিনা বেগম।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৮ম শ্রেণীর শিক্ষার্থী তামজিদ বিন সিদ্দিকী।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দশম শ্রেণীর শিক্ষার্থী হাবিবা জান্নাত সুমা ও গীতা পাঠ করেন দীবা দাশ।
শিক্ষার্থীদের যৌথ জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ২০২৪ সনের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় উপস্হিত ছিলেন ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মো. ওলিউর রহমান, মোহাম্মদ রাকিবুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মনূষা রাণী দাস, অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, নিরেন্দ্র দাস, মো. মানিক মিয়া, শামীম আহমদ, অভিভাবক রেজ্জাদুর রহমান রেজ্জাদ, সহকারি শিক্ষক বিশ্বজীৎ রায়, আজিজুল হক, স্বপন কুমার দাস, ওলিউর রহমান, নূরে আলম সিদ্দিকী, অফিস সহায়ক হাবিবুল্লাহ প্রমুখ।
শেয়ার করুন