প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ১০:১২ এ.এম
উদ্বোধন হলো স্টার নিউজের ওয়েব পোর্টাল
![]()
দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ উপস্থাপনের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের ওয়েব পোর্টাল
starnews.com.bd। ওয়েব পোর্টালের মাধ্যমে দর্শক ও পাঠকরা এখন থেকে অনলাইনে স্টার নিউজের সর্বশেষ সংবাদ, ভিডিও ও বিশেষ সংবাদসহ বিভিন্ন প্রতিবেদন সহজে উপভোগ করতে পারবেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় ওয়েব পোর্টালের উদ্বোধন করেন স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোখছেদুল কামাল বাবু।
তিনি বলেন, স্টার নিউজের অন্যতম একটি প্ল্যাটফর্ম ওয়েব পোর্টাল। এখানে টেলিভিশন ও ডিজিটালের একটা সমন্বয় থাকবে। সবকিছুর কেন্দ্রে থাকবে এই ওয়েব পোর্টাল। এখানে যেমন একজন পাঠক নিউজ পড়তে পারবেন, আবার টেলিভিশন দেখতেও পারবেন। এছাড়া ডিজিটালের সব কনটেন্টও এখানে থাকবে।
কামাল বাবু আরও বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই- আমরা দেশসেরা অনলাইন নিউজ পোর্টাল হতে চাই। আমরা সঠিক এবং নির্ভুল খবর সবার আগে দিতে চাই। আমি আশা করব, আমাদের সাংবাদিকরা সেই লক্ষ্য বাস্তবায়নে সচেষ্ট থাকবেন।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মিরাজ বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে স্টার নিউজের ওয়েবসাইট চালুর মাধ্যমে দর্শক-সম্পৃক্ততা আরও বাড়বে। এছাড়াও দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ওয়েবসাইট নতুন মাত্রা যোগ করবে।’
অনুষ্ঠানেবিভাগীয় প্রধানরা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। নতুন এই ওয়েব পোর্টালে দেশ-বিদেশের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, বিনোদনসহ বিভিন্ন বিভাগের সংবাদ নিয়মিত প্রকাশ করা হবে।
তারা আরও জানান, ওয়েব পোর্টালটি মোবাইল ও ডেস্কটপ— উভয় মাধ্যমের জন্য ব্যবহারবান্ধবভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি লাইভ টিভি স্ট্রিমিং, ভিডিও আর্কাইভ এবং বিশেষ ফিচার যুক্ত থাকায় দর্শকরা যেকোনো সময় চ্যানেলের অনুষ্ঠান দেখতে পারবেন।
এ সময় স্টার নিউজের বিভিন্ন বিভাগের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫