উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব” বিষয়ক সেমিনার অনুষ্টিত

সিলেট

অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২২ইং রোজ সোমবার সকাল ১০:৩০ ঘটিকায় হোটেল ফরচুন গার্ডেনে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এর যৌথ উদ্যোগে “উন্নত বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতার গুরুত্ব” বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়।

নাসিব সিলেট জেলার সভাপতি ও সিলেট চেম্বারের পরিচালক জনাব আলীমুল এহছান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিসিক সিলেট এর ডিজিএম প্রকৌশলী ম. সুহেল হাওলাদার ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ এর ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দিন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনপিও এর গবেষণা কর্মকর্তা জনাব আকিবুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক জনাব হিজকিল গুলজার, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) এর সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *