উরুগুয়ের বিপক্ষে ভিনিসিউসের জায়গায় এন্দ্রিক

খেলাধুলা

গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পাওয়ারয় কোয়ার্টার ফাইনালে নিষিদ্ধ হয়েছেন তিনি। ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রের অভাব পূরণ করবেন সে, সেটাই এখন বড় প্রশ্ন। উরুগুয়ের বিপক্ষে আগামীকালের কোয়ার্টার ফাইনালের আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র জানিয়েছেন, ভিনিসিয়াসের জায়গায় মাঠে নামবেন ১৭ বছর বয়সী এন্ড্রিক।

এবারের কোপা আমেরিকার দ্বিতীয় কনিষ্ঠতম ফুটবলার এন্ড্রিক। অভিষেকের পর থেকেই ব্রাজিলের ভবিষ্যৎ মানা হচ্ছে এই তরুণ ফুটবলারকেই। কোপার এবারের আসরে অবশ্য একবারও প্রথম একাদশে থাকতে পারেননি এন্ড্রিক, তবে গ্রুপ পর্বে বদলি হিসেবে মাঠে নেমেছেন। এখন পর্যন্ত গোলের দেখাও পাননি তিনি।

তবে দুই হলুদ কার্ডের কারণে কোয়ার্টারে থাকছেন না ভিনিসিয়াস। তার পরিবর্তে এন্ড্রিককেই দেখা যাবে একাদশে, নিশ্চিত করেছেন দরিভাল, ‘আমরা একজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়েছি। তবে এটা তরুণ এক ফুটবলারের জন্য দারুণ সুযোগ তৈরি করে দিয়েছে। হয়তো এটাই এন্ড্রিকের জ্বলে ওঠার মুহূর্ত! সে দারুণ খেলছে। মাঠে তার উপস্থিতিও দুর্দান্ত। আশা করি সে ভালো কিছু করবে।’

গ্রুপ পর্বে নিজেদের হারিয়ে খুঁজেছে ব্রাজিল। দুটি ম্যাচে জিততে পারেনি তারা। গোলও আসেনি আশানরূপভাবে। দরিভালের আশা, কোয়ার্টারে ঘুচে যাবে সেই আক্ষেপ, ‘আশা করি আমরা গোলের পথ খুঁজে পাব। দল আক্রমণ ও ফিনিশিং নিয়ে কাজ করছে। উরুগুয়ের বিপক্ষে দারুণ একটা ম্যাচ হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *