কোন ধরনের উসকানিতে প্রভাবিত না হতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
তিনি বলেন, সেনাবাহিনীর সদস্যদের নিষ্ঠা, পেশাদারিত্ব বজায় রেখে দেশের আইনশৃঙ্খলা কাজ করে যাচ্ছে। সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের আশঙ্কা রয়েছে। এ সংকটময় সময়ে সবাইকে শান্ত থাকতে হবে। সেনাপ্রধান জোর দিয়ে বলেন, একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সেনা বাহিনী ব্যারাকে ফিরে যাবে।
সোমবার সকালে ঢাকা সেনানিবাসে ‘অফিসার্স অ্যাড্রেস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির ব্যাপারে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কোন কিছু জানায়নি। তারা কোনো প্রেস বিজ্ঞপ্তি দেয়নি। তবে একজন কর্মকর্তা আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। অফিসার্স অ্যাড্রেস সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকার বাইরের কর্মকর্তারাও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। ৫ আগস্ট সরকার পতনের আগে অফিসার্স অ্যাড্রেস নিয়েছিলেন সেনাবাহিনী প্রধান। সেই অ্যাড্রেসে দেশের পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিয়েছিল।
অনুষ্ঠানে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সেনাবাহিনী কোনো অস্ত্রের যুদ্ধ নয়, বরং নৈতিকতা, প্রজ্ঞা, সম্মান ও হিকমার ওপর নির্ভর করে কাজ করে চলেছে। আমাদের বিজয় হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে যাওয়া।
তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অসাধারণ কাজের প্রশংসা করেছেন। আবার ৫ আগস্টের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতি সামলানোর দক্ষতারও স্বীকৃতি দিয়েছেন। সেনাবাহিনীর পেশাদারিত্ব আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হচ্ছে।
সেনাপ্রধান বলেন, উগ্রপন্থীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে দেশকে কোনো ক্ষতি স্পর্শ করতে পারবে না।
তিনি আরও বলেন, গত জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আহতদের সেনাবাহিনী তাদের জন্য অনেক কিছু করছে, বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দিচ্ছে। আহত শিক্ষার্থীদের আর্থিক সুবিধাও করা হবে।