স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টীম গত একমাসে বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া ৪৯ টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন এবং নগদ ও বিকাশে মিসিং ৭৮ হাজার ৯ শত ৭০ টাকা উদ্ধার করেছেন। এছাড়া হ্যাক হওয়া ১০ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করেছেন।
আজ(৬ আগষ্ট) শনিবার সকাল এগারোটায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার খ- সার্কেল এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
এ সময় তিনি বলেন – যশোর জেলার বিভিন্ন থানার ৯ টি জিডির ভিত্তিতে যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তি ব্যবহার করে হারানো ৪৯ টি মোবাইল ফোন, ৭৮ হাজার ৯৭০ টাকা নগদ-বিকাশের টাকা উদ্ধার, হ্যাক হয়ে যাওয়া ১০টি ফেসবুক আইডি পুনরুদ্ধার, মিসিং হওয়া ১০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারের পর প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়েছে।
শেয়ার করুন