ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে ‘এএ ট্রাস্ট ইউকে’র কার্যকরি কমিটি বুধবার (১৫ ফেব্রুয়ারি) গঠন করা হয়েছে।
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমানকে প্রধান উপদেষ্টা এবং যুক্তরাজ্য প্রবাসী ময়না মিয়া, মুরব্বি জালাল উদ্দিন, সোনাফর আলী, ছালিক মিয়াকে উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনিত করা হয়।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাকিছিরি জামে মসজিদে অনুষ্টিত সভায় মো. লোকমান উদ্দিনকে সভাপতি, মাওলানা ফয়েজ আহমদকে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুল করিমকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ২৭ সদস্য বিশিষ্ট নব গঠিত কার্যকরি কমিটির অনুমোদন প্রদান করেন প্রধান উপদেষ্টা।
কার্যকরি কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেনঃ
সহসভাপতি জসিম উদ্দিন, ফেরদৌস মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. বায়েজিদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক কছির আলী, মাসুক মিয়া, সাজুর আহমদ, অর্থ সম্পাদক জাবের আহমদ, প্রচার সম্পাদক সায়েস্হা মিয়া, সহ প্রচার সম্পাদক মাওলানা ফারুক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক লায়েক আহমদ।
কার্যকরি সদস্যঃ
জাহেদ আহমদ, কাউছার আহমদ, সাব্বির আহমদ, মারুফ আহমদ, দিদারুল ইসলাম, সাদিক আহমদ, ওয়াছির আলী, হারুন আহমদ, আব্দুল কাদির, মনাফ মিয়া, আবু মিয়া, জামিল আহমদ, হাবিবুর রহমান, ইসমাঈল আলী চমক।
প্রবাসী সদস্যঃ
বিলাল আহমদ (স্পেন), যুবায়ের আহমদ (যুক্তরাস্ট্র), আলী আহমদ(যুক্তরাজ্য), ছাবের আহমদ (যুক্তরাজ্য), তারেক আহমদ (পর্তুগাল), জিতু মিয়া (যুক্তরাজ্য), হাফিজ জাহির আহমদ (সাইপ্রাস), সানুর মিয়া (সৌদি আরব), গিয়াস উদ্দিন সৌদি আরব), কয়েছ আহমদ সৌদি আরব), মঈন উদ্দিন (যুক্তরাজ্য), নাছির উদ্দিন (যুক্তরাজ্য),আলা উদ্দিন (যুক্তরাজ্য), ফারুক আহমদ (যুক্তরাজ্য), চমক আলী, ইউসুফ আলী (সুহেল), ইব্রাহীম আলী, হাবিবুর রহমান সেলিম ও ছাদ মিয়া।