ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘একটা দল ধরে নিয়েছে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় যাবে। যে কারণেই সে দল নিজেদের মতো করে সংস্কার চায়। প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চায় না।
তিনি বলেন, ‘একটা দল হাসিনার পদ্ধতিতে নির্বাচন চায়। যার মধ্য দিয়ে স্বৈরাচার হয়ে উঠার সুযোগ থাকে। অন্যদিকে জনগণ মনে করে তারাও স্বৈরাচারী হয়ে উঠতে পারে। যে কারণেই সংস্কার ছাড়া নির্বাচন চায় না জামায়াতে ইসলামী।’
তিনি আরও বলেন, ‘আগামীর নির্বাচনে ক্ষমতায় যাবে জনগণ। বাঙালিকে স্বল্পসময়ের জন্য দমিয়ে রাখা গেলেও স্থায়ী দমিয়ে রাখতে না পারার প্রমাণ জুলাইয়ের আন্দোলন।’
মানুষ মৌলিক পরিবর্তন চায় বলেও মন্তব্য করেন তিনি।