একাদশে ফিরেই জ্বলে উঠলেন এমবাপ্পে, সেমিফাইনালে পিএসজি

খেলাধুলা

মৌসুম শেষে পিএসজি ছাড়ার সিদ্ধান্ত ক্লাবকে জানানোর পর থেকেই লিগ ম্যাচে শুরুর একাদশে জায়গা হচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। জায়গা হলেও বদলি হতে হচ্ছে। লিগে আগের চার ম্যাচেই পুরো নব্বই মিনিট খেলা হয়নি ফরাসি তারকার। তবে ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে নিসের বিপক্ষে একাদশে ফিরেই জ্বলে উঠলেন এমবাপ্পে।
গোল করে দলকে নিয়ে গেলেন সেমিফাইনালের মঞ্চে।

 

গতরাতে নিসকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান ফ্যাবিয়ান রুইস।

৩৭ মিনিটে নিসের হয়ে ব্যবধান কমান গায়তান লাবোরদে। এতে জমে ওঠে ম্যাচ তবে ৬০ মিনিটে লুকাস বেরালদোর গোল জয় নিশ্চিত করে পিএসজির। 

লিগ ওয়ানে শিরোপা জেতার পথে অনেকটা এগিয়ে গেছে পিএসজি। চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালে দলটি।

এবার ফ্রেঞ্চ লিগ কাপেও সেমিফাইনালে খেলা নিশ্চিত করল লুই এনরিকের দল। শেষ চারে তাদের প্রতিপক্ষ রেনে। 

ম্যাচ টাইম বেশি পাচ্ছেন না এমবাপ্পে। এ নিয়ে আলোচনাও হয়েছে বেশ। পিএসজি কোচ লুই এনরিকে অবশ্য বলেছেন,’আমি এসব দেখি না।

এটা স্বাভাবিক, খেলতে না পারলে খেলোয়াড়রা অখুশি থাকে। যখন কেউ খেলতে চায় তখন শতভাগ প্রস্তুত থাকা দরকার। এটা কোনো এনজিও না, এটা শীর্ষ পর্যায়ের ফুটবল। সেরা ফুটবল খেলতে প্রস্তুত থাকতে হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *