এক বছর পর মাঠে ফিরে ফের ইনজুরিতে নেইমার

খেলাধুলা

ব্রাজিল সুপারস্টার নেইমারের ক্যারিয়ার কি ইনজুরিতেই কেটে যাবে? এক বছরের বেশি সময় চোটের সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন নেইমার। শুরুর একাদশে খেলার মতো ফিট হননি। এমনকি জাতীয় দলের পরবর্তী দুই ম্যাচের একাদশেও তিনি নেই। কিন্তু আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই ব্রাজিল তারকা।

সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের ৫৮ মিনিটে নেইমারকে মাঠে নামানো হয়। মাঠে নেমে বেশ কিছু ভালো পাস তিনি দেন, কিছু ঝলক দেখান। একপর্যায়ে গোলের ভালো একটা সুযোগ পেয়ে বল নিয়ন্ত্রণে নিতে গিয়েই তার পায়ে টান লাগে। আধা ঘণ্টাও মাঠে থাকতে পারেননি। তাকে উঠে যেতে হয়।

চোট পাওয়ার পর নেইমারকে ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকতে দেখা যায়। মুখে ছিল যন্ত্রণার ছাপ। অবশ্য তিনি নিজেই হেঁটে মাঠ ছেড়ে যাওয়ায় চোট খুব একটা গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। মাঠ ছাড়ার সময় তাকে খুব বিরক্ত দেখাচ্ছিল। ডাগ-আউটে গিয়ে রাগে মোজা এবং বুট ছুড়ে মারেন ৩২ বছর বয়সী তারকা।

ম্যাচের পর ইনস্টাগ্রামের স্টোরিতে নেইমার অবশ্য লিখেছেন, ‘আশা করি, এটা বড় কিছু নয়…এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।’

গত বছরের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। সেই চোট লেগেছিল বাম পায়ে। কিছুদিন পর অস্ত্রোপচার করাতে হয়। পুনর্বাসনের দীর্ঘ পালা শেষে গত ২১ অক্টোবর এফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরেন। সেই ম্যাচের ৭৭ মিনিটে তিনি মাটে নেমেছিলেন।

এদিকে গত ২ নভেম্বর নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে ব্রাজিল। চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে আসন্ন এই দুই ম্যাচের জন্য দলে ডাক পাননি নেইমার।

নেইমারকে ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকতে দেখা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *