এক সপ্তাহে তিন দফায় কমলো সোনার দাম

জাতীয়

দেশের বাজারে সোনার দাম আরো কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

আজ মঙ্গলবার  বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৫ ও ৮ নভেম্বরেও স্বর্ণের দাম কমানো হয়েছিল। ৫ নভেম্বর ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৩৬৫ টাকা এবং ৮ নভেম্বর ৩ হাজার  ৪৫৩ টাকা কমানো হয়। এর ফলে তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হলো মোট ৭ হাজার ৩৩৭ টাকা।

নতুন দাম অনুযায়ী:

২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫১৯ টাকা কমিয়ে ১ লাখ ৩৬ হাজার ১৮৯ টাকা
২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা কমিয়ে ১ লাখ ২৯ হাজার ৯৯৫ টাকা
১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬৫ টাকা কমিয়ে ১ লাখ ১১ হাজার ৪২৬ টাকা
সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯১ হাজার ৪১১ টাকা

এর আগে, অক্টোবর মাসে স্বর্ণের দাম তিন দফায় বাড়ানো হয়েছিল। ২০, ২৩ ও ৩১ অক্টোবর স্বর্ণের প্রতি ভরি দাম ২,৬১২ টাকা, ১,৮৯০ টাকা ও ১,৫৭৫ টাকা বেড়েছিল, যার ফলে ৩১ অক্টোবর থেকে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি দাম দাঁড়িয়েছিল ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা, যা ছিল দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *