চলতি মাসের প্রথম সাত দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৩ কোটি ৫ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার ৯৬৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫ লাখ ডলার বা ১ হাজার ২৮১ কোটি টাকা।
সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রেমিট্যান্সের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মাসের প্রথম সাত দিনে দেশে দেশে এসেছে ৭৩ কোটি ৫ লাখ ডলার। আগের বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬০ কোটি ১০ লাখ ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে ২২ শতাংশের বেশি রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
২০২৪ সালের জুলাই থেকে গত ৭ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ৫২৭ কোটি ৩০ লাখ ডলার। আগের অর্থবছরের ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের ৭ মে পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ১ হাজার ৯৭২ কোটি ডলার। আলোচ্য সময়ের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৮ শতাংশের বেশি।
চলতি বছরের এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার। মার্চ মাসে এসেছে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৪০ হাজার কোটি টাকার বেশি। একক মাসে এত বেশি পরিমাণ রেমিট্যান্স আগে কখনো আসেনি বাংলাদেশে।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচার রোধে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। ফলে, হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। যে কারণে বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে। এছাড়া, গত রমজানে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজনের নিকট বেশি অর্থ পাঠিয়েছেন। আগামী ঈদুল আযহাকে কেন্দ্র করেও রেমিট্যান্স পাঠানোর ধারা অব্যাহত রয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২১৯ কোটি ৯৯ লাখ ডলার, ডিসেম্বরে ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার, জানুয়ারিতে ২১৮ কোটি ৫২ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে এসেছে ২৫২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার।
শেয়ার করুন