শুটিং থেকে ফেরার পথে গাড়িতে এক সাংবাদিকের দ্বারা হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ওই সাংবাদিক তার পায়ে ইঙ্গিতপূর্ণভাবে স্পর্শ করেন বলে দাবি তার।
অভিনয়শিল্পী সংঘের ইফতার পরবর্তী সংবাদ সম্মেলনে শনিবার সন্ধ্যায় এ অভিযোগ করেন এই অভিনেত্রী। তবে অভিযুক্ত সাংবাদিকদের নাম জানাননি তিনি। সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখতে নানা কারণে ভয় পান বলেও জানালেন প্রভা।
প্রভা বলেন, ‘সেদিন শুটিং শেষ করে উবার নিয়েছি। আমার গাড়ি ছিল না। আমি উবার নিয়েছি। ভাই মানুষ; একজন সাংবাদিকও আমার সঙ্গে উঠল। বলল, আপু আমাকে এয়ারপোর্টের সামনে নামায়ে দাও।
‘সিটে বসে কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখলো! বললাম- তুমি আমার গায়ে হাত দিলা কেন? আমার কোনও কলিগও তো এভাবে হাত দেয় না। সেদিন সে আমাকে স্যরি বলেছে। বেশ নাম করা জার্নালিস্ট। পরে অবশ্য তার খোঁজ-খবর জানি না।’
অভিনেত্রী বলেন, ‘তার মনে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা সে কোনো না কোনেভাবে প্রকাশ করেছে। আমি জানি, সে স্যরি বললেও তার ভুল রিয়েলাইজ করেনাই। সে তার ক্ষোভ প্রকাশ করেছে অন্যভাবে পরে। কীভাবে তাহলে সাংবাদিকদের সঙ্গে আন্তরিক হবো?’
প্রভা বলেন, ‘ছোটবেলায় পড়ে গিয়ে ব্যথা পেলে ভয় পেতাম, কারণ আম্মু জানলে বকা দেবে। এখন ফিজিক্যালি অ্যাবিউজড হলেও হজম করে ফেলি। কারণ, তার চেয়ে বড় ভয় হয় যদি জার্নালিস্ট জানতে পারে- তাহলে কী হবে!
‘আমার জীবনে যারা এসেছে, প্রত্যেকে যাওয়ার সময় একটা ব্লেম গেম খেলেছে। এটার মধ্যে মেন্টালি টর্চার হয়েছি, কিন্তু কাউকে কিছু মুখফুটে বলতে পারিনি। বরাবরই মনে হয়েছে বললেই যদি জার্নালিস্ট জেনে যায়?’
তিনি বলেন, ‘ডিভোর্সের পেপার যখন ফাইল করি- নিয়ম অনুযায়ী আমার কিছু পাওনা থাকে। কিন্তু সেটা নিয়ে কথা বলতে ভয় করে, যদি সেটা খবরে চলে আসে। আমি সবকিছুই করতে পারতাম- সাংবাদিকরা যদি আমাকে সাপোর্ট করতো।’
প্রভা বলেন, ‘কিছুদিন আগে সামাজিক মাধ্যম থেকে আমি জানিয়েছি আপনারা আমার সাথে কথা না বলে নিউজ করবেন না। আমরাও তো চেষ্টা করি ধর্মীয় রীতি পালন করতে। যেমন রোজার সময় আমাদের মন নরম থাকে। সেসময় প্রত্যেকেরই উচিত কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া।
‘সেসময় আমি এটা নিয়ে গুছিয়ে একটি স্ট্যাটাস দেই ক্ষমা চেয়ে। এরপরই আমার কানে আসে, নিউজ হয়ে গেছে, অবশেষে সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা। আমি কেন ক্ষমা চাইতে যাব? ক্ষমা তো এই সোসাইটির আমার কাছে চাওয়া উচিত বলে আমি মনে করি।’
অভিনেত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো পোস্ট দিলেই একাটা শ্রেণি আছে যারা আমার পেছনে লেগেই থাকে। একদিন একজন হঠাৎ করে বলেই বসলেন, আমি নাকি এগুলো অ্যাটেনশন পাওয়ার জন্য করি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম, জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুর, অভিনেতা সাজু খাদেম, রওনাক হাসান প্রমুখ।
২০০৫ সালের দিকে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনের পর নাটকেও সফল হন তিনি। মাঝে বেশ কয়েকবার তার সিনেমায় অভিনয়ের কথাও শোনা যায়। নিয়মিত না হলেও এখনও মাঝেমধ্যে টেলিভিশনের পর্দায় দেখা যায় তাকে।
শেয়ার করুন