কাতার বিশ্বকাপে শুরু হয়েছে নকআউটপর্বের উত্তেজনা। এরই মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রকে বিদায় করে শেষ আটে নাম লিখিয়েছে নেদারল্যান্ড। মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে আর্জেন্টিনা। এই ম্যাচ চলাকালে সুসংবাদ দিয়েছেন ইনজুরি আক্রান্ত নেইমার।
বাংলাদেশ সময় রবিবার (৪ ডিসেম্বর) প্রথম প্রহরে নিজের অফিসিয়াল ফেসবুকে নেইমার দুটি ছবি আপলোড করে এক লাইনের একটি ক্যাপশন দিয়ে
সেখানে তিনি লেখেন, ‘আমি এখন ভালো অনুভব করছি। আমি জানতাম, এখন আমি প্রস্তুত।’ ‘feel good, I knew that I would now’। এই ক্যাপশনের সঙ্গে তিনটি ইমোজি যোগ করে সুস্থতার বার্তা দেন নেইমার।
দুটি ছবি দিয়েছেন মাঠে প্র্যাকটিসের। পায়ে ধীরে ধীরে শক্তি পাচ্ছেন তিনি এইটাই বুঝিয়েছেন। সেলেকাওদের জার্সি গায়ে আবারও বিশ্বকাপের মাঠে নামবেন এমনটাই ইঙ্গিত দিয়েছেন তিনি
কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে খেলার সময় পায়ে চোট পান নেইমার। ছিটকে যান গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ থেকে। সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিরুদ্ধে খেলতে পারেননি। শঙ্কা জেগেছিল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার। তবে উন্নত চিতিৎসার মাধ্যমে সারিয়ে তোলা হয়েছে তাকে।
চিকিৎসকরা জানিয়েছিলেন নকআউটে খেলতে পারেন নেইমার। স্ট্যাটাসে যেন সেটিই বললেন নেইমার। আগামীকাল সোমবার রাত ১টায় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর লড়াইয়ে নামবে ব্রাজিল। ওই ম্যাচে জেসুসকে পাবে না সেলেকাওরা। সুতরাং নেইমারের উপস্থিতি দলকে চাঙ্গা করবে। কোয়ার্টারে যাওয়ার রাস্তা সহজ হবে।