এখন থেকে পাসপোর্টের ফটোকপি দিয়ে ইতালির ভিসার আবেদন করা যাবে

জাতীয়

এখন থেকে কর্মসংস্থানের জন্য পাসপোর্টের ফটোকপি দিয়েই ইতালির ভিসার আবেদন করা যাবে। তবে ভিসা অনুমোদনের পর পাসপোর্টের মূল কপি জমা দিতে হবে। আজ মঙ্গলবার (২৮ মে) থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।

ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএসএফ গ্লোবালের ভেরিফাইড ফেসবুক পেইজে আজ এ তথ্য জানিয়েছে।

ফেসবুকে পোস্টে বলা হয়, ‘আজ (২৮ মে) থেকে বাংলাদেশে ইতালি কাজের ভিসার জন্য আবেদন করার সময় আবেদনকারীরা অনুগ্রহ করে মনে রাখবেন যে, শুধু স্ক্যানিং এবং ফটোকপির জন্য পাসপোর্ট জমা দিতে হবে, আসল পাসপোর্ট অবিলম্বে আবেদনকারীদের ফেরত দেওয়া হবে এবং দূতাবাসের সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য আবারও আসল পাসপোর্টের অনুরোধ করা হবে।’

এ বিষয়ে আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.vfsglobal.com/VFS.GLOBA) যোগাযোগ করতে বলেছে সংস্থাটি।

ইতালির ভিসার জন্য আবেদন করা কয়েক হাজার কর্মীর পাসপোর্ট মাসের পর মাস জমা পড়ে থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের।

মাহবুব নামে এক অভিবাসন প্রত্যাশী ভিএসএফ গ্লোবালের ফেসবুক পেজে মন্তব্য করেছেন, ‘…২০২৩ সালের ২৭ মার্চ জমা দেওয়ার পর গত ১৬ আগস্ট পাসপোর্ট ডেলিভারি দেওয়ার কথা। হয় পাসপোর্ট ফেরত দেন, অন্য দেশে চলে যাই। আর কতদিন ঘুরব?…’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *