এখানে অর্থের চেয়ে শেখার সুযোগ অনেক বেশি: নওশাবা

বাংলাদেশ

নাটক ও সিনেমায় কাজের পাশাপাশি মঞ্চেও নিয়মিত অভিনয় করেন অভিনেত্রী ও মডেল কাজী নওশাবা আহমেদ। এবার টানা তিন দিন দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন তিনি মঞ্চনাটক ‘সিদ্ধার্থ’ নিয়ে। আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে নাটকটি। নাট্যদল আরশিনগরের ব্যানারে প্রযোজিত নাটকটি নতুনভাবে মঞ্চে উঠছে। এটি নির্দেশনা দিয়েছেন রেজা আরিফ।

উপন্যাসটি মূলত মানুষের আত্মঅন্বেষণ, বোধ, জীবনদর্শন এবং মুক্তির পথ খোঁজার গল্প। কাহিনিতে দেখা যায়, ব্রাহ্মণকুমার সিদ্ধার্থ সন্ন্যাসব্রত গ্রহণ করেন। দীর্ঘ সাধনার পরও মনস্তাত্ত্বিক প্রশ্ন ও অস্থিরতা তাঁকে তাড়িয়ে বেড়ায়। অবশেষে তিনি গৌতম বুদ্ধের সান্নিধ্যে যান, সেখানেও খুঁজে পান না কাঙ্ক্ষিত উত্তর। এরপর তিনি পৃথিবীর মোহ, ভোগবিলাস ও প্রেমের টানে এগিয়ে যান এবং নগরের শ্রেষ্ঠ বারবনিতার সঙ্গে সম্পর্কে জড়ান। জীবন তাঁকে ভেঙে দেয় এবং পুনরায় নদীর কাছে এসে উপলব্ধি করেন। সব প্রশ্নের উত্তর প্রকৃতির ভেতরেই রয়েছে।

নাটকটি সম্পর্কে কাজী নওশাবা বলেন, ‘সিদ্ধার্থ অসাধারণ উপন্যাস। আত্মোপলব্ধির গল্প। যতবার পড়েছি, ততবারই মনে হয়েছে, এটি নিয়ে কাজ হয় না কেন? অবশেষে তা হলো এবং সেটির অংশ হতে পেরে সত্যিই নিজেকে সৌভাগ্যবান মনে করি। এবার একসঙ্গে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনী হবে।’

 

কাজী নওশাবা আহমেদ। ছবি: ফেসবুক
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *