এটিএম তুবার স্মরণে জালালাবাদে দোয়া মাহফিল

সিলেট

স্টাফ রিপোর্টার: দায়িত্বরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার এটিএম তুরাবের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আছর দৈনিক জালালাবাদ কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নূরুজ্জামান আল মাদানী।

দোয়া মাহফিলে প্রারম্ভিক বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদের সহকারী সম্পাদক নিজাম উদ্দীন সালেহ। তিনি বলেন, পুলিশের সাথে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। তথ্য আদান প্রদানের সূত্রে প্রতিনিয়ত পুলিশ-সাংবাদিক যোগাযোগ চলে আসছে। কিন্তু ইদানীং সাংবাদিকদের প্রতি পুলিশের যে আক্রমণাত্মক আচরণ মাঠে ময়দানে দেখা যায় তা কখনোই কাম্য নয়। সাংবাদিক এটিএম তুরাবের সাথে যা ঘটেছে আমরা এই ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। তাই এ বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে এবং দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নোবেল, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সাবেক সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী ও আব্দুল হান্নান, সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল ও সাবেক কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সাবেক সভাপতি মঈন উদ্দিন মনজু, দৈনিক জৈন্তাবার্তার নির্বাহী সম্পাদক ফয়ছল আলম, বাংলাদেশ স্পোটর্স প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) সিলেটের সাবেক সভাপতি মান্না চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গুলজার আহমদ হেলাল, সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বি, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের সভাপতি দ্বিগেন সিংহ, দৈনিক সিলেটের ডাকের স্টাফ রিপোর্টার ইউনুস চৌধুরী, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংবাদিক সিদ্দিকুর রহমান, মো. মুহিবুর রহমান, জাবেদ ইমরান, রুহুল আমিন মিঠু, ফটো সাংবাদিক দুলাল হোসেন, আনোয়ার হোসেন, রেজা রুবেল, দৈনিক জালালাবাদের সাবেক সার্কুলেশন ম্যানেজার আহমদ আবদুল ওয়াদুদ।

দোয়া মাহফিল সঞ্চালনা করেন দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান। এসময় জালালাবাদে সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র স্টাফ রিপোর্টার মো. মুহিবুর রহমান, মুনশী ইকবাল ও এমজেএইচ জামিল, প্রধান ফটো সাংবাদিক হুমায়ুন কবির লিটন, সম্পাদনা সহকারী দাইয়ান চৌধুরী, সার্কুলেশন ম্যানেজার রশীদ আহমদ তাপাদার, বিজ্ঞাপন ব্যবস্থাপক আব্দুস সাত্তার মুন্না, অনলাইন ইনচার্জ মারুফ হাসান, গ্রাফিক্স ডিজাইনার সালমান আহমদ সোহেল, সিনিয়র কম্পিউটার অপারেটর পান্না লাল রায়, অপারেটর সাদেকুর রহমান সুমন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *