এডভোকেট নাসির উদ্দিন খানকে সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সংবর্ধনা

সিলেট

সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৫ এপ্রিল বুধবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নাসির উদ্দিন খানকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি ডাঃ এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমদ খানের পরিচালনায় সংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট এমাদুল্লাহ এম শাহিন, সিলেট শিক্ষা বোর্ডের সচিব কবির উদ্দিন, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর খান, শাবির শিক্ষক প্রফেসর মোস্তাফুর রহমান, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথি এডভোকেট নাসির উদ্দিন খান এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সমিতির ট্রেজারার মোঃ সাদ উদ্দিন, সদস্য সাদেক আজাদ, রাজ্জাকুজ্জামান চৌধুরী ও কার্যনির্বাহী কমিটির সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আপন মহিমায় উজ্জ্বল অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য। নিজের যোগ্যতায় রাজনৈতিক ও সামাজিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর এ সফলতায় সমিতির সকল সদস্য ও এলাকাবাসী গর্বিত। তিনি সততা ও আন্তরিকতার সাথে কাজ করে সিলেটের সীমানা ছাড়িয়ে জাতীয় পর্যায়ে আরও সম্মানিত হবেন এটাই সমিতির প্রত্যাশা।

সংবর্ধনার জবাবে এডভোকেট নাসির খান বলেন, এ অর্জন তাঁর একার নয়; সমিতির সকল সদস্যের। সবার সহযোগিতা নিয়ে পুরো জেলায় কাজ করে এলাকার সুনাম তুলে ধরতে চাই। তিনি আরও বলেন, বিয়ানীবাজারের লোকজন স্ব স্ব কর্মস্থলে প্রতিষ্ঠিত। তাঁরা দেশে-বিদেশে সুনামের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। অনুষ্ঠানে সমিতির দাতা সদস্য ও জীবন সদস্যের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। পরে সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *