এড. নাসিরকে কয়লা আমদানীকারক গ্রুপের সংবর্ধনা

সিলেট

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, গণমানুষের ভালোবাসা ও আন্তরিকতায় আজ এতদূর আসতে পেরেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি সোমবার রাতে নগরীর তালতলাস্থ কার্যালয়ে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের উদ্যোগে সংবর্ধনা প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক হোসেনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের অর্থ সম্পাদক জয়দেব চক্রবর্তী জয়ন্ত, প্রচার সম্পাদক সোহেল আহমদ, কার্যকরি সদস্য মনিরুল হক, মো. কামাল উদ্দিন, জুনেদ আহমদ জয়নাল প্রমুখ। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *