এপেক্স ক্লাব অব সিলেট এর চাল বিতরণ সম্পন্ন

সিলেট

সিলেট নগরীর শাহজালাল উপশহরে দিন মজুরদের মধ্যে এপেক্স ক্লাব অব সিলেট এর উদ্যোগে চাল বিতরণ করা হয়।শুক্রবার (১০ ফেব্রæয়ারী) রাত ১০টায় মাসালা বাজার সুপার শপের সামনে চাল বিচরণ কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর ২২নং ওয়ার্ড এর জননন্দিত কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম। বিশেষ অতিথি এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর লাইফ গভর্নর এপে: আক্তার হোসেন খান, জাতীয় সেবা পরিচালক এপে: শাহেদুর রহমান শাহেদও সদ্য অতিথ জেলা-৪ গভর্নর এপে: বাবুল মিয়া।

এছাড়া ও আরো উপস্হিত ছিলেন এপে: সিরাজুল ইসলাম, এপে: এমদাদুর রহমান, এপে: তাহেদুর রহমান, এপে: আশীষ রায়, এপে: মোস্তাফিজুর রহমান, এপে: কবির আহমদ, এপে: প্রফুল্ল রায়, এপে: মোস্তাক চৌধুরী ও বদরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *