পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
চীনের হাংজুতে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৫ ওভারে ৬৫ রান করার টার্গেট ছিল বাংলাদেশের।
ব্রোঞ্জ জিততে বাংলাদেশের শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। দারুণ ব্যাটিংয়ে সে বাধা অনেকাংশ টপকে যান ইয়াসির আলী রাব্বি। প্রথম চার বলে ২ ছক্কাসহ ১৬ রান তোলেন তিনি। পঞ্চম বলে আউট হয়ে যান ইয়াসির আলী।
এরপর শেষ বলে বাংলাদেশের ৪ রান প্রয়োজন ছিল। নতুন ব্যাটসম্যান রাকিবুল হাসান মিড উইকেটে চার হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন।
এরআগে, বৃষ্টিতে দুই ঘণ্টার বেশি সময় পর শুরু হয় খেলা। টস হেরে আগে ব্যাট করা পাকিস্তান ৫ ওভারে ৪৮ রান করার পর আবার নামে বৃষ্টি। সেখানেই তাদের ইনিংসের সমাপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫ ওভারে ৬৫ রান।
এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেট ইভেন্টে পাকিস্তান নারী ক্রিকেট দলকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
শেয়ার করুন