
এশিয়া কাপের সূচি এবং গ্রুপ ঘোষণা হয়েছিল গত সপ্তাহেই। এবার ঘোষণা করা হয়েছে ভেন্যু ও ম্যাচ শুরুর সময়সূচি। ঘোষিত সূচি অনুযায়ী, এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের সব ম্যাচই বাংলাদেশ খেলবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১১ সেপ্টেম্বরের ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং।
এরপর একই ভেন্যুতে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে লিটন কুমার দাসের দল। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
পুরো আসরে মোট ৮ ম্যাচ হবে আবুধাবিতে। যার ৩টিতেই থাকছে বাংলাদেশের নাম। এমনকি নিজেদের গ্রুপে সেরা হতে পারলে সুপার ফোরেও বাংলাদেশ একটি ম্যাচ খেলবে এ মাঠে।