এসআইইউ-ভর্তি মেলার উদ্বোধন মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতে বদ্ধ পরিকর সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রফেসর ড. মো. আশরাফুল আলম

সিলেট

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম বলেছেন, বর্তমান বিশ্ব অনেক প্রতিযোগিতাময়। শিক্ষার্থীদের সেই প্রতিযোগিতায় সামিল হতে গেলে যথাযথ জ্ঞান অর্জনের বিকল্প নেই। তিনি বলেন,নানা চড়াই উৎরাই পেরিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন ঘুরে দাঁড়িয়েছে। মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে এ বিশ্ববিদ্যালয় বদ্ধ পরিকর। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন জ্ঞানের প্রতি অনুসন্ধিৎসু হতে আহবান জানান
প্রফেসর আলম আজ সোমবার, ৩ জুন বিশ্ববিদ্যালয়ের ভর্তিমেলা উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ভর্তি মেলা আয়োজন কমিটির আহবায়ক ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. প্রণব কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ,আইন বিভাগের প্রধান মাহমুদুল হাসান খান,ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন নাঈমা মাসুদ নীলা এবং ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব। এর আগে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপচার্যসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভর্তি মেলা আগামী ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস শামীমাবাদে অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষ্যে শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *