ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোক্তার আলীর নাতি ফাহিম আহমদ এবারের এসএসসি চুড়ান্ত পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছে।
ফাহিম বিশ্বনাথের মেরিট কেয়ার স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে এই ফলাফল অর্জন করে।
সে (ফাহিম) স্হানীয় উপজেলার চানপুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক সাধারণ সম্পাদক দরাছ মিয়া ও রুহেনা বেগম দম্পতির একমাত্র সন্তান ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব সুমন মিয়ার ভাতিজা এবং দৌলতপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম ছিদ্দেক আলীর নাতি।
ফাহিম বলেন পড়ালেখার পেছনে বাবা-মা ও শিক্ষক/শিক্ষকার প্রেরণায় এগিয়ে যাচ্ছেন। ভবিষৎতে আরো ভাল ফলাফল অর্জন করে উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে পাড়ি দিতে চাই। এজন্য সকলের দোয়া কামনা করি।
তার (ফাহিমের) কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তার দাদা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোক্তার আলী তার প্রতিষ্টানের সকল শিক্ষক শিক্ষিকাকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ফাহিমের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
শেয়ার করুন