হবিগনজ জেলা প্রতিনিধিঃ
পরীক্ষায় খাতা না দেখানোর জের ধরে জাবেল মিয়া (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে একদল দূর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শান্তিশাহ গ্রামের হিরন মিয়ার ছেলে ও উচাইল আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী।
গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল ইসলাম বলেন, ‘উপজেলার শান্তিশাহ গ্রামের হিরন মিয়ার ছেলে জাবেল মিয়া উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। গতকাল সে হবিগঞ্জ শহরতলীর ভাদৈ আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষায় অংশ নেয়। এ সময় পাশ্ববর্তী সিটে বসা অপর এক পরীক্ষার্থী তাকে খাতা দেখাতে বলে। এতে খাতা না দেখালে ওই শিক্ষার্থী তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরে এ ঘটনার জের ধরে পরীক্ষা শেষে শহরের ২নং পুল এলাকায় ওই শিক্ষার্থীসহ কয়েকজন বহিরাগতরা তার গতিরোধ করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন’।
এ ঘটনায় ওইদিন রাতেই আহত শিক্ষার্থী জাবেল মিয়ার চাচা গিয়াস উদ্দিন বাদি হয়ে শহরের অনন্তপুরের মধু মিয়ার ছেলে বিল্লাল মিয়াসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।
উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বলেন, আমার স্কুলের একজন শিক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। বিষয়টি খুবই দুঃখজনক। আসামীকে গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ। এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আসামীকে গ্রেফতার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
শেয়ার করুন