এসি বিস্ফোরণকে ‘বোমা হামলা’ উল্লেখ করে বিএনপির বিবৃতি

জাতীয়

বিসিএস প্রশাসন ভবনে এসি বিস্ফোরণের ঘটনাকে ‘বোমা হামলা’ উল্লেখ করে বিবৃতি দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে দলটি।

শনিবার (১ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় পাঠানো এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করে বিএনপি।

দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এ বিবৃতিতে বলা হয়, বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুষ্কৃতকারীদের দ্বারা বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে আজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে যে বিবৃতিটি দিয়েছেন, তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।

প্রকৃতপক্ষে সেখানে দুষ্কৃতকারীদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে, তা এসি বিস্ফোরণে। অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপি দুঃখ প্রকাশ করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *