এহিয়ার পর ভোট বর্জন করলেন আরও তিন প্রার্থী

সিলেট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ন্যায় সিলেটেও রোববার সকাল ৮থেকে শুরু হয় ভোটগ্রহণ। কিন্তু দুপুর হতে সিলেট-২ আসনে জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া নির্বাচন বর্জনের পর এবার আরও তিন প্রার্থী ভোট বর্জন করেছেন। 

তারা হলেন- গণফোরামের প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান (উদীয়মান সূর্য), তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুর রব (সোনালী আঁশ) ও বিশ্বনাথ পৌরমেয়র স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক)।

রোববার (৭জানুয়ারি) দুপুরে সিলেটের ওসমানীনগরে একটি রেঁস্তোরায় তারা তিনজনেই এক সঙ্গে ভোট বর্জনের ঘোষণা দেন।

তিন প্রার্থী অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী ও ইলেকশন কমিশনের আশ্বাসে বিশ্বাস করে আমরা প্রার্থী হয়েছিলাম। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশন নেই। যেন আগে থেকেই সব কিছু পরিকল্পনা করে করা হচ্ছে। এমন নির্বাচনে লড়ে লাভ নেই।

তারা আরও বলেন, সিলেট-২ আসনজুড়ে মোটেই ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের এজেন্টদের মারধরসহ হুমকি-ধমকি প্রদান করছেন। যার ফলে আমরা ভোট বর্জন করতে বাধ্য হচ্ছি।

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *