ঐক্যবদ্ধভাবে ‘আমাদের বিশ্বনাথ’ গড়ার প্রত্যয়ে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট

স্টাফ রিপোর্টার:

ঐক্যবদ্ধভাবে ‘আমাদের বিশ্বনাথ’ গড়ার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা রোববার (২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদকে অনিয়ম-দূর্নীতিমুক্ত রেখে জনতার পরিষদে পরিণত করতেই নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন বলে সভাকে অবহিত করেন নেতৃবৃন্দ।

উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও প্রকৌশলী আবু সাঈদ’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান সুইট, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান করিমা বেগম, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসীন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবিবুল ইসলাম মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেলোয়ার হোসেন সুমন, কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার।

এসময় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী’সহবিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *