ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দু’দিন আগেই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। ফলে বাহিনীটির ভবিষ্যত নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। সেই থমথমে পরিস্থিতির মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, ওয়াগনার বাহিনীকে অবশ্যই রাশিয়ার প্রতি অনুগত থাকার শপথ নিতে হবে।
এই মর্মে একটি ডিক্রিও জারি করেছেন পুতিন।
ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করা যে কাউকেই এই ডিক্রির আওতায় কাজ করতে হবে। শুক্রবার এই বিশেষ ডিক্রিতে সই করেন পুতিন। তাৎক্ষণিকভাবেই যা কার্যকর হয়েছে।
শনিবার জানা গেছে, ওয়াগনারের একটি চরমপন্থী ইউনিট ‘রাশিচ’ জানিয়েছে, তারা ইউক্রেনে সামরিক কার্যক্রম বন্ধ করতে চলেছে। তারা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে তাদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনেছে। ইয়ান পেত্রোভস্কি নামের ওই রাশিচ নেতা ফিনল্যান্ডে ভিসা নীতি ভঙ্গের দায়ে গ্রেফতার হয়েছেন। তাকে ইউক্রেনের কাছে হস্তান্তর করা হতে পারে।
সূত্র: বিবিসি
শেয়ার করুন