ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেটের বিশ্বনাথে বুধবার (১লা ফেব্রুয়ারী) প্রস্তাবিত দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল পরিদর্শন করেছেন বৃটেনের ওয়ারদিং কাউন্সিলের মেয়র, বিশ্বনাথের কৃতি সন্তান ফেরদৌসী হেনা চৌধুরী।
এসময় তিনি বলেন, বিশ্বনাথে একটি হসপিটাল নির্মাণ খুবই জরুরী। ওই গুরুত্বপূর্ণ কাজটি যারা করেছেন নি:সন্দেহে একটি মহতি ও ভাল উদ্যোগ। আমি এই ভাল কাজের প্রতি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। হসপিটাল পরিদর্শন করে খুবই ভাল লাগল, আমি এই হসপিটালের সাফল্য কামনা করি। তিনি হসপিটাল নির্মাণে প্রবাসী ও দেশের বৃত্তবানদের আরো এগিয়ে আসার আহবান জানান।
এসময় তাঁর সাথে ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দশঘর এনইউ উচ্চ বিদ্যালয়ে সাবেক শিক্ষক ও রহমত আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. রহমত আলী, শিক্ষানুরাগী জালাল উদ্দিন, শেখ মো. মনির মিয়া প্রমুখ।
এর পূর্বে বৃটেনের ওয়ারদিং কাউন্সিলের মেয়র, বিশ্বনাথের কৃতি সন্তান ফেরদৌসী হেনা চৌধুরী বিশ্বনাথের দশঘর এনইউ উচ্চ বিদ্যালয় ও শেখ হাবিব উল্লাহ মাষ্ঠার দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন।