ওসমানীনগরে অচেতন অবস্থায় ৫ প্রবাসীকে উদ্বার, ২ জনের মৃত্যু

সিলেট

সিলেটের ওসমানীনগরে উপজেলায় নিজ বাড়ি থেকে একই পরিবারের পাঁচ যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে।

গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ওই পরিবারের তিন প্রবাসী সদস্য।

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার (২৬ জুলাই) সকালে ওসমানীনগরের তাজপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে অচেতন অবস্থায় যুক্তরাজ্য ফেরত রফিকুল ইসলামসহ তার পরিবারের ৫ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রফিকুল ইসলাম ও তার পুত্র মাইকুল ইসলামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পরিবারের অন্য ৩ সদস্যকে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, রফিকুল ইসলামের মেয়ে সামিরা ইসলাম, স্ত্রী হোসনে আরা ইসলাম ও ছেলে সাদিকুল ইসলাম।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, আহতদের অবস্থা আশংকাজনক। বিষ জাতীয় কোনো খাবার খাওয়ানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতদের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনসহ কর্মকর্তারা।

এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনা স্হল পরির্দশন করেছি। কি কারনে ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখতেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *