সিলেটের ওসমানীনগর উপজেলায় ডোবা থেকে মোস্তাকিম মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার হতিউর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত ৯টার দিকে গোয়ালাবাজারস্থ নির্মানাধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মোস্তাকিম মিয়া ওসমানীনগরের দাশপাড়া গ্রামের বাসিন্দা স্থানীয় সাংবাদিক আব্দুল মতিনের বাড়িতে গত তিন বছর ধরে গরু দেখাশোনার কাজ করছিলেন।
জানা যায়, মোস্তাকিম মিয়া শুক্রবার বিকাল ৪টার দিকে গরুর ঘাস কাটতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ডিঙ্গি নৌকা নিয়ে যান। কিন্তু সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরেননি। পরে আব্দুল মতিন বিষয়টি পুলিশকে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অন্যান্যদের সহযোগিতায় তল্লাশি শুরু করে। ঘন্টাখানেকের তল্লাশিতে ডোবার মধ্যে নৌকা উল্টানো অবস্থায় পাওয়া যায়। পরে নৌকার নিচ থেকে উদ্ধার করা হয় মোস্তাকের লাশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
শেয়ার করুন