সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের পাশে গড়ে উঠেছে বেশ কিছু অবৈধ স্থাপনা। এসব স্থাপনা উচ্ছেদ করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিসিক অভিযান চালাচ্ছে।
শুক্রবার (১২ আগস্ট) বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে।
ওসমানী বিমানবন্দর সড়কের পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বেশ কিছু স্থাপনা তৈরি করে ব্যবসা চলছিল। এমতাবস্থায় সেগুলো উচ্ছেদে অভিযান চালানো হচ্ছে।
অভিযানে উপস্থিত রয়েছেন- সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির ও বিমানবন্দরের দায়িত্বশীলরা।
অভিযানে সংশ্লিষ্টদের সহযোগিতা করছে পুলিশ ও আনসারা সদস্যরা।
শেয়ার করুন