সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের বেশ কয়েকটি জায়গায় ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
শুক্রবার বিকেলে এসব লার্ভা ধ্বংস করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
এর আগে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের দুটি এলাকায় এডিসের লার্ভা পাওয়া যায়।
সিসিক সূত্র জানায়, হাসপাতালের নির্মাণাধীন ভবনের কাজ বেশ কয়েক দিন ধরে বন্ধ আছে। পড়ে থাকা নির্মাণসামগ্রীতে এডিসের লার্ভা মিলেছে। হাসপাতালের নতুন ভবনের নিচতলা, আন্ডারগ্রাউন্ড ছাড়াও আশপাশ এলাকায় লার্ভা পাওয়া গেছে। সিসিক সূত্রে জানা গেছে, এ মুহূর্তে হাসপাতালে ৯ জন ডেঙ্গু আক্রান্তের চিকিৎসা চলছে।
এ বিষয়ে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘‘ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া গেছে। এসব লার্ভা তাৎক্ষণিক ধ্বংস করা হয়েছে। যেহেতু ওসমানীতে বেশ কয়েকজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন, তাই মেডিকেল এলাকাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মেডিকেল এলাকায় এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন