সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ রাখা হয়েছে। পুলিশ ওই ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা করছে।
গত বুধবার হাসপাতালের বহির্বিভাগ ভবনের পেছন থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
মহানগর পুলিশ জানায়, বুধবার হাসপাতালের বহির্বিভাগ ভবনের পেছন থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
পুলিশ আরও জানায়, অজ্ঞাত ওই ব্যক্তির কীভাবে মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তার স্বজনদের সন্ধান চালানো হচ্ছে। পরিচয় শনাক্ত করতে ওই ব্যক্তির আঙুলের ছাপ নেওয়া হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, শনিবার পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় জানতে তার স্বজনদের খুঁজছে পুলিশ।
শেয়ার করুন