ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল

বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী ছাত্রজনতা।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় সাধারণ ছাত্রজনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারিরা “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো”, “একশন টু একশন ডাইরেক্ট একশন”, “আমার ভাই আহত কেন ইন্টেরিম জবাব দে”, “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও”, “জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠ আরেকবার”, “ ইন্ডিয়ার বিরুদ্ধে আগুন জ্বালাও একসাথে” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় বক্তারা বলেন, “জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা হাদি ভাই। সন্ত্রাসীরা যেভাবে তাকে হত্যার চেষ্টা করেছে, তা পরিকল্পিত। যদি হামলাকারীদের গ্রেফতার না করা হয়, আমরা আবার রাজপথে নামব।

তারা আরও বলেন, “আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ইন্টেরিম সরকারকে বলছি দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। ভারত থেকে পতিত স্বৈরাচার নির্বাচন বানচাল করতে চাচ্ছে। নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে আমরা তা ভেঙে দেব।”

উল্লেখ্য, ঢাকার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *