
গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন তিনি। তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।এই ঘটনায় ডাকসুর ভিপি সাদিক কায়েম নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন, ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।
এছাড়া, এক ফেসবুক স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ লেখেন, আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।
শেয়ার করুন



