ওয়েবসাইট থেকে বিত্তশালীদের ফোন নম্বর নিয়ে প্রেমের ফাঁদ

জাতীয়

বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে বিত্তশালীদের ফোন নম্বর সংগ্রহ করে তাদের প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল-আপত্তিকর ছবি, অডিও ও ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অর্থ দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার সাভার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (উত্তর) অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

গ্রেপ্তার দুজন খোকন আকন্দ ও বিলকিস। তাদের কাছ থেকে ব্ল্যাকমেইলিংয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, চেক বইয়ের পাতা ও স্ট্যাম্প উদ্ধার করা হয়।

অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হক বলেন, ‘এ চক্রের খোকন বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে বিত্তবানদের মোবাইল ফোন নম্বর সংগ্রহ করে। এরপর বিলকিস বিভিন্ন পরিচয়ে কল বা এসএমএস দিয়ে বন্ধুত্ব গড়ে তোলে।

‘এরপর কৌশলে প্রলুদ্ধ করে সুবিধাজনক স্থানে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হয়। এ সময় খোকন সাংবাদিক কিংবা পুলিশ পরিচয় দিয়ে তাদের ছবি তোলে।’

তিনি বলেন, ‘পরে পরিবারের কাছে পাঠানো বা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি বা ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় তারা। এমন ঘটনার শিকার একজন বুধবার দারুসসালাম থানায় একটি মামলা করেন।

‘মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে সাভার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *