স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ
যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জোহোরপুর ইউনিয়নের খালিয়া রাজাপুর গ্রামের তিন বছরের শিশু শিয়ামের গলায় ঔষধের মুটকি আটকে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ ( ১৯ অক্টোবর) বুধবার সকাল এগারোটায়
স্থানীয় খালিয়া রাজাপুর গ্রামে শাহাজান মোল্যার ছোট পু্ত্র শিয়াম ঘরের ভিতর একা খেলা করছিলো। তখন
শিশুটির মা কাপড় পরিস্কার করার জন্য বাড়ীর পাশে পুকুরে যান। একা খেলতে, খেলতে এক সময় শিশুটি একটি ঔষুধর মুটকি গিলে ফেলে। বিষয়টি বুঝতে পেরে বাড়ীর লোকেরা হাসপাতালে নেওয়ার পথেই শিয়ামের মৃত্যু হয়।
শিশু শিয়ামের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।