মৌলভীবাজার-২ আসন থেকে এবারও নৌকা পেলেন না আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর। তার আসনে এবার আওয়ামী লীগ নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে।
আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মনসুর গত নির্বাচনেও নৌকার মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে গণফোরাম থেকে নির্বাচন করে জয়লাভ করেন। আওয়ামী লীগের রাজনীতি থেকে আড়ালে চলে যাওয়া এই ডাকসাইটের নেতা দীর্ঘদিন ধরে নৌকা পাবেন কি না তা নিয়ে আলোচনা চলছিল।
এর আগে গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রস্তুত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের।
শেয়ার করুন