কমলগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

মৌলভীবাজার

সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সালিক আহমদ ভূঁইয়া।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে ও স্কাউটস সম্পাদক মো. মোশাহীদ আলীর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, বিআরডিবির চেয়ারম্যান কামাল হোসেন, সাংবাদিক শাব্বির এলাহী, সমবায়ী মো. কয়েছ আহমেদ প্রমুখ।

এসময় স্বাবলম্বী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, গুড নেইবারস্ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতিসহ একাধিক সমিতি অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট দুই সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *