
আজমেরীগঞ্জ উপজেলার ৫নং ইউনিয়নের শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব, নৈতিক ও ভবিষ্যৎমুখী করে গড়ে তোলার লক্ষ্যে কয়েকজন মেধাবী তরুণের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শিবপাশা ছাত্রকল্যাণ পরিষদ।
এই প্ল্যাটফর্ম গঠনের আগে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে বিভিন্নজনের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ করা হয়। এতে সর্বমহল থেকে ইতিবাচক সাড়া, আগ্রহ ও উৎসাহ পাওয়া যায়, যা এই উদ্যোগ বাস্তবায়নে আরও প্রেরণা জুগিয়েছে। পরামর্শ ও সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
শিবপাশা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হলো—ইউনিয়নের প্রতিটি শিক্ষার্থীকে পড়াশোনার প্রতি আগ্রহী করা, সঠিক ক্যারিয়ার গাইডলাইন প্রদান করা এবং মাদকসহ সকল প্রকার নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা। একই সঙ্গে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি আদর্শ, সচেতন ও শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা, যারা ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
বর্তমান সময়ে নানা সামাজিক ও পারিবারিক কারণে অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে পড়ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের সঠিক পথে ফিরিয়ে আনা জরুরি, যা কেবল সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব বলে মনে করেন সংগঠনের উদ্যোক্তারা।
শিবপাশা ছাত্রকল্যাণ পরিষদের সকল কার্যক্রম সম্পূর্ণভাবে শিক্ষার্থীকেন্দ্রিক। সংগঠনের পরিকল্পিত কার্যক্রমের মধ্যে রয়েছে—
১. কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
২. সিঙ্গেল ডিজিট প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
৩. বছর শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা
৪. ক্যারিয়ার গাইডলাইন ও সচেতনতামূলক সেমিনার
৫. অর্থনৈতিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান।
অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইউনিয়নের সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংগঠনের অর্থের প্রধান উৎস হবে সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় আগ্রহী যে কেউ এই পরিষদের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন।
সংগঠনের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কর্মসূচির আয়-ব্যয়ের হিসাব নিয়মিতভাবে প্রকাশ করা হবে। দাতাদের নাম সংরক্ষিত থাকবে এবং অনুরোধ অনুযায়ী নাম গোপন রাখার ব্যবস্থাও থাকবে।
শিবপাশা ছাত্রকল্যাণ পরিষদ একটি সার্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে। দেশের যেকোনো প্রান্তের শিক্ষার্থী এতে যুক্ত হয়ে শিক্ষার্থীদের কল্যাণে নিজের ভাবনা, প্রস্তাব ও পরিকল্পনা তুলে ধরতে পারবে।
উদ্যোক্তারা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন।
শেয়ার করুন


