স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার সদর উপজেলার বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান চলাকালে কলেজ নাজমুলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ইমামুল ইসলাম নয়ন।
আজ রবিবার (১২মার্চ) সকাল এগারোটায় প্রকাশ্য দিবালোকে বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ঘটে।
এ ঘটনায় পুলিশ ইমামুল ইসলাম নয়নকে চাকু ও চাপাতিসহ আটক করেছে। গ্রেফতারকৃত ইমামুল ইসলাম নয়ন উক্ত উপজেলার বসুন্দিয়া চোর খানপাড়ার মৃত সেলিম হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় জনগণের মাধ্যমে জানা যায়, বসুন্দিয়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্ৰামের আবু তালেব সরদারের ছেলে নাজমুল ইসলাম ও তার দুই বন্ধু আসেন। এ সময় ইমামুল ইসলাম নয়ন আকস্মিকভাবে নাজমুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তখন অনুষ্ঠানে আসা লোকজন রক্তাক্ত অবস্থায় নাজমুলকে নিয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
শেয়ার করুন