কলোম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

জাতীয়

লাতিন আমেরিকার দেশ কলোম্বিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। আটজনকে বহনকারী ওই বিমানের সবাই নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

সোমবার (২১ নভেম্বর) কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিনের একটি আবাসিক এলাকায় আটজনকে বহনকারী ওই বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ওলেয়া হেরেরা এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরই নিয়ন্ত্রণ হারায় উড়োযানটি। কাছের লোকালয়ে অন্তত ৬টি ভবনে বিমানটির ধাক্কা লাগে। পরে ৩ টুকরায় ভেঙ্গে পড়ে উড়োযানটি। এতে কমপক্ষে সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপ থেকে আরোহীদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই বিমানে ৬ যাত্রী ও দুই পাইলট ছিলেন। মেডেলিন শহর থেকে চোকো শহরে যাওয়ার কথা ছিল বিমানটির।

২০১৬ সালে দেশটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান ৭১ জন। যাদের মধ্যে ছিলেন ব্রাজিলের একটি আঞ্চলিক ফুটবল দলের ১৬ খেলোয়াড়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *