ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, সমাজ থেকে বৈষম্য দূর করে, কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মান করতে শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হবে হবে। সুশিক্ষা অর্জন করলে সকলের মনে দেশপ্রেম জাগ্রত থাকবে। আর মনে দেশপ্রেম জাগ্রত থাকলে জাতিকে কাঙ্খিত উন্নয়ন উপহার দিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মান করাও সম্ভব হবে। তিনি আরও বলেন, আগস্ট মাস হচ্ছে বাঙালী জাতির শোকের মাস। ৭৫’র ১৫ আগস্ট একদল কাপুরুষ স্বপরিবারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল। যারা ওই হত্যার সাথে জড়িত ছিল তাদেরকে তিরস্কার করি। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, একথা কখনও ভুলা যাবে না। তাই শ্রদ্ধার সাথে চিরদিন, চিরকাল বাঙালী জাতিকে ‘বঙ্গবন্ধু’কে স্মরণ করতে হবে।
তিনি মঙ্গলবার (৮ আগস্ট) সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ‘আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের’ এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ’র সভাপতিত্বে ও অফিস সহকারী মাজিদুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাব, পরিচালনা কমিটির সদস্য বাবুল মিয়া, বিভাংশু গুন বিভু, দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার নজরুল ইসলাম আজাদ।
বক্তব্য রাখেন আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল-মামুন, শিক্ষক মতিউর রহমান, শিক্ষার্থী মাহী আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাজিবুল ইসলাম ও মানপত্রপাঠ করেন মারজানা বেগম।
এসময় অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, বেলাল মিয়া, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য তাহির আলী, পংকি মিয়াসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।