সুনামগঞ্জ প্রতিনিধি: গ্রাম থেকে গ্রামে। হাওর থেকে হাওরে। কাদা জল মাড়িয়ে ছুটে চলছেন দুরন্ত এক মানুষ। তিনি হলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান। তিনি বানভাসি মানুষের মুখে তুলে দিয়েছেন খাবার। পরনে যাদের কাপড় নেই তাদের হাতে তুলে দিয়েছেন নতুন কাপড়। একমুঠো খাবারের অপেক্ষায় সেই বানভাসির সাথে তিনি ঈদ উদযাপন করতে ছুটে এসেছেন সুনামগঞ্জে। পরিবার পরিজন রেখে ক্ষুধার্ত, বিধ্বস্ত ঘরের লোকজনের মুখে হাসি ফুটাতে প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলবল নিয়ে। দেশের প্রধান রাজনৈতিক দলের অন্যতম নেতাদের মধ্যে তিনি একজন। প্রধান সারির কোন নেতাকে বানভাসির পাশে এসে ঈদ করতে দেখা যায়নি। তিনি সুনামগঞ্জ শহরের মোহাম্মদপুর এলাকায় বানভাসিদের সাথে ঈদের জামায়াত আদায় করেন। পরে তাহিরপুরের বড়দল গ্রামে, বিশ্বম্ভরপুরের ধনপুর গ্রামে, জামালগঞ্জের সুখদেবপুর ও রামনগর বাজারে দুর্গত মানুষের সাথে কথা বলেন। এভাবেই তিনি হাওর থেকে হাওরে ঘুরেছেন এবং তাদের ঘুরে দাঁড়াতে যতটুকু প্রয়োজন সবটুকু দিয়ে পাশে থাকার প্রতিশ্রতিও ব্যক্ত করেন।
ডা: শফিক বলেন, জামায়াত একটি গণমুখী সংগঠন। যেখানে দুর্যোগ সেখানেই জামায়াতের নেতাকর্মীরা পাশে থাকবে। আমি একজন শহীদ পরিবারের সন্তান। আমি মানুষের কল্যাণের রাজনীতি করি। মানুষের সেবা দেয়াই আমাদের কাজ। আমার পরিবার পরিজন রেখে বানভাসিদের সাথে ঈদ করেছি। বানভাসিরা যদি ঈদ আনন্দ না করতে পারে পরিবার নিয়ে ঈদ আনন্দ করার মানে আমার কাছে নাই। আজীবন মানুষের সুখ দু:খে পাশে থাকার জন্য সবার কাছে দোয়া চান তিনি।