বাসায় কাজের কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল হোসেনের বিরুদ্ধে।
শুক্রবার (১২ আগস্ট) বিকালে জুয়েলকে খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুমী আহমেদের আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। তবে বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী তরুণী খুলনা নগরীর হরিণটানা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করলে তখনই পুলিশ জুয়েলকে গ্রেফতার করে।
হরিণটানা থানার ওসি এমদাদুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে কাজের কথা বলে খুলনা নগরীর ইসলামনগর কবীর মোল্লার ভাড়া বাসায় তরুণীকে ডেকে নেয় খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জুয়েল হোসেন। কাজের ফাঁকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই তরুণী। ঘটনার পর সন্ধ্যায় ওই তরুণী মামলা করলে পুলিশ তাকে নিয়ে ঘটনাস্থলে যায়, এবং সেখান থেকে জুয়েল হোসেনকে গ্রেফতার করে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি এমদাদুল।
শেয়ার করুন