মাওলানা হাফিজুর রহমান কানাইঘাট উপজেলার শ্রেষ্ট অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর শ্রেষ্ট শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ট শিক্ষার্থীর নাম ঘোষিত হলে কানাইঘাট উপজেলা প্রশাসন কর্তৃক মাওলানা হাফিজুর রহমানকে শ্রেষ্ট অধ্যক্ষ হিসেবে ঘোষণা করা হয়।
কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিংগাবাড়ী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমানকে শ্রেষ্ট অধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়।
কুলাউড়া উপজেলার অত্যান্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ঝিংগাবাড়ী ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমানকে উপজেলার শ্রেষ্ট অধ্যক্ষ মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
শেয়ার করুন